susil_kumar যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ ওঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রবিবার রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমানা লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। এতে সুশীল কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয়েছে।

ওই হামলায় আহত হয়েছেন আরো দুই জন। এরমধ্যে একজন জওয়ান। অন্যজন স্থানীয় বাসিন্দা।

গত ১৯ অক্টোবরেও রাতভর ভারত-পাক সীমান্তের হীরা নগর সেক্টরে গুলি বিনিময় হয়। ভারতের দাবি, ওই সময় গুরনাম সিং নামের বিএসএফের এক জওয়ান গুলিবিদ্ধ হন। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় গুরনাম সিংয়ের।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here