নানা আয়োজনে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সংগঠন পাইন ক্লাব চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন করেছে। আয়োজনের মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন,শহীদ স্মৃতি নামফলকে পুষপমাল্য অর্পণ ও আলোচনা সভা।

চুয়াডাঙ্গা মুক্ত  দিবসের শুরুতেই সকাল ৭ টায় শহীদ আলাউল ইসলাম সড়কে পাইন ক্লাবের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহম্মেদ ও পাইন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পিন্টু জোয়ার্দ্দার।

সকাল সাড়ে ৭ টায় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে পাইন ক্লাবের শতাধিক সদস্য শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতি ফলকে পুষপমাল্য অর্পণ করে। এ সময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টায় পাইন ক্লাব কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন ও যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহানসহ ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here