আবদুস সাত্তার, নড়াইল

নড়াইলে হেলপার চালিত শিক্ষা সফরের বাস (ঢাকা মেট্রো- জ- ১৪-০১০৯) খাদে পড়ে দিলরুবা বেগম (৫২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে একজনের অবস’া আশংকাজক। এঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে শিক্ষা সফরে বাসযোগে নড়াইলের স্বপ্নবীথি পিকনিক স্পটের যাবার প্রস’তি নেয়। বাসটি স্কুল মাঠ থেকে মুল সড়কে ওঠার সময় রাস-ার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস’লেই শিক্ষিকা দিলরুবা বেগম নিহত হন।

স’ানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস’লে পৌছে আহতদের উদ্ধার করেন। আহতরা হলো শিক্ষিকা দিপ্তী রানী ঘোষ (৫০), মমতাজ বেগম (৪০), হৃদয় (১০), রোকসানা বেগম (৩২), কল্পনা সরকার (৫০), কবরী (৩০), বিথি সিকদার (২০), লিপি (২০), শিলা (২৮), শাম্মী (৫), লিলি (৪৫), পান্না খানম (৩০), ইমরুল (১০), রাব্বি (১০), রাজিব (২৫), সুমি (৫), বিজয় (১১), মিতা (২৫), রকি (৭) ও পিয়ারী খানম (২০)।  এদের মধ্যে শিক্ষিকা দিপ্তিরানী (৫০)সহ দুজনের অবস’া আশংকাজনক। আহতদেরকে নড়াইল ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

জানাগেছে, ওই ড্রাইভারের পরিবর্তে গাড়ির হেলপার বাসটি চালাচ্ছিল। এছাড়া স্কুলের মাঠ থেকে মুল সড়কে ওঠার রাস-াটিও ছিল বাস চলাচলের অনুপযোগী। যার কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর শুনে নড়াইল জেলা প্রশাসক মোঃ জহুরুল হক, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস বোস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার, সিভিল সার্জন ডাঃ আব্দুস সামাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ আব্দুল সাদী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তবিবুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঞ্জুমান আরাসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেনীপেশার মানুষ নিহতের বাড়িতে যান এবং শোক সন-প্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সদর উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঞ্জুমান আরা জানান, শিক্ষিকা দিলরুবা বেগমের মৃত্যুতে কালোব্যাজ ধারণসহ তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here