ডেস্ক রিপোর্ট: বিশ্বে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্য শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
শুক্রবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় ম্যান্ডেলাকে মানবজাতির মহান মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, তার মৃ্ত্যুতে শান্তি, স্বাধীনতা ও সাম্যের জন্য নিরলস সংগ্রামী এক জীবনের অবসান হলো।
বিশ্বে সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় লড়াকুদের কাছে ম্যান্ডেলা পথ নির্দেশক হয়ে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে অনেকে মানবিক মর্যাদা, সাম্য ও স্বাধীনতার জন্য তার নিঃস্বার্থ সংগ্রামের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। গভীরভাবে আমাদের নাড়া দিয়েছে তার জীবনগাঁথা।
প্রধানমন্ত্রী বিশ্ব মানবাধিকার আন্দোলনের এ কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মহান রাষ্ট্রনায়ক, বিশ্বনেতা ও মানবতার এ পথপ্রদর্শকের আত্মার শান্তি কামনা করেন তিনি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here