kongইউনাইটেড নিউজ ডেস্ক ::  ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে গ্রেটার কৈলাস নির্বাচনী এলাকা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে লড়বেন। দিল্লিতে বসবাসরত ভারতীয় বাঙালিদের অধিকাংশই এই নির্বাচনী এলাকাতেই বসবাস করেন।

ভারতের নির্বাচন কমিশন সোমবার আগামী ৭ ফেব্রুয়ারি ৭০ সদস্যবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে।

সেন্ট স্টিফেন’স কলেজের প্রাক্তন ছাত্রী শর্মিষ্ঠা প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী। তার ভাই অভিজিৎ পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থেকে নির্বাচিত লোকসভা সদস্য। শর্মিষ্ঠা ২০১৪ সালের জুনে কংগ্রেসে যোগ দেন।

তখন থেকে তিনি দলের সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে কাজ করছেন।

এদিকে সোমবার কংগ্রেস নির্বাচন কমিটি (সিইসি) এক বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ আসন ছাড়া দিল্লি বিধানসভা নির্বাচনে দলের সব প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পার্টি আজ ৩৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। এক মাস আগে ২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নয়া দিল্লি থেকে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে সবশেষে। -ওয়েবসাইট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here