একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীরসহ তিন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রোববার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়।

অভিযুক্তরা হলেন, জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান।

এছাড়া আজ দিনের কোনো ভাগে অপর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হবে।

এ সময় আসামিপক্ষে আইনজীবী ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পসিকিউশনের প্রধান গোলাম আরিফ টিপু, সৈয়দ হায়দার আলী, জেয়াদ-আল মামুন প্রমুখ।

এদিকে, জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেরা কিছু সময়ের মধ্যে শুরু হবে। এর আগে আদালত ১৮ ডিসেম্বর জেরার তারিখ ধার্য করেছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here