নিউজ ডেস্ক: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কিছু কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্যোগ প্রতিরোধ সংস্থার পরিচালক গিলার্মো গন্জালোস বলেন, ‘বৃহস্পতিবার রাজধানী মানাগুয়া থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নাগোরেট শহরে ভূমিকম্পের আঘাতে ঘরের ছাদ, পিলার এবং দেয়াল ধসে কমপক্ষে ২৩ জন আহত হন।’

মানাগুয়ায় দুটি ঘর ছাড়াও নাগোরেট এবং এর নিকটবর্তী এলাকায় কমপক্ষে ১০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভূমিকম্পের ফলে ভূমিধসে দক্ষিণ মানাগুয়ার দুটি মহাসড়ক বন্ধ হয়ে যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়, ‘ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫:২৭ (জিএমটি ২৩:২৭) এ আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লারিনাগা শহরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here