যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

gettyimagesরোববার নাইন-ইলেভেনের স্মরণে একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছিলেন হিলারি। এরপর চিকিৎসকের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে তার নিউমোনিয়ার চিকিৎসা চলছে। খবর সিএনএনের

গত শুক্রবারই হিলারির নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়ে বলে জানান তার চিকিৎসক লিসা বারডাক। বর্তমানে নিউ ইয়র্কের বাড়িতে থাকা এই প্রার্থী দ্রুতই সেরে উঠছেন বলে জানান তিনি।

বিবৃতিতে বারডাক বলেন, ‘তাকে অ্যা ন্টিবায়োটিক দিয়েছি এবং বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের অনুষ্ঠানে গরমে পানিশূন্যকতায় অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন আমি তাকে পরীক্ষা করেছি। তিনি দ্রুতই সেরে উঠছেন।’

৬৮ বছর বয়সী হিলারির শারীরিক সামর্থ্য নিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন তোলার মধ্যেই তার এই অসুস্থতা ডেমোক্রাটদের প্রচার শিবিরের জন্যা নতুন একটি ধাক্কা মনে করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here