নিউইয়র্ক : নিউইয়র্কে যাত্রীবাহী মেট্রো নর্থ ট্রেন লাইনচ্যুত হবার কারন চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘন্টায় ৩০ মাইল গতিপথের রেলপথে চালক ঘন্টায় ৮২ মাইল বেগে ট্রে্ন চালানোর কারনে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় যাত্রীবাহী ট্রেনটি দুর্ঘটনার শিকার হয় বলে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) আজ সোমবার স্থানীয় সময় সকালে প্রকাশিত তদন্ত রিপোর্টে উল্লেখ করেন।                                                                                    

এনটিএসবি’র তদন্ত কর্মকর্তারা তদন্তে উল্লেখ করে বলেন, দ্রুত গতিতে ট্রেনটি চালানোর ফলে দুর্ঘটনার ৬ সেকেন্ড পুর্বে ট্রেনের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলে ৭টি বগির মধ্যে ৫টি লাইনচ্যুত হয়ে অন্যত্র ছিটকে পড়ে।                                                              
 উল্লেখ্য,গত ১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় স্পুইটেন ডুইভিল স্টেশন সংলগ্ন হার্ডসন নদীর তীরে যাত্রীবাহী মেট্রো নর্থ ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ৭০ জন যাত্রী আহত হয়। নিহতদের দুই জন ট্রেন থেকে  লাফিয়ে পড়তে গিয়ে প্রাণ হারান। অন্য দুই জন ট্রেনের ভেতরেই আঘাত প্রাপ্ত হয়ে মারা যান।
জানা যায়, ট্রেনটির ৭টি বগির মধ্যে ৫টি লাইনচ্যুত হয়। ঘটনার পর পর  নিউইয়র্কের দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং অনেক যাত্রীকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসতে সক্ষম হয়। উদ্ধারকৃত সামান্য আঘাতপ্রাপ্ত ৪৬ জন যাত্রীকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে ১১জনকে গুরুতর আহতাবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here