নারায়ণগঞ্জ: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন উপলড়্গ্যে নারায়ণগঞ্জ জেলার ৫টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ ও জাতীয় তাদের চূড়ানত্ম প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনসহ দেশের ৩শ আসনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। অন্যদিকে জাতীয় পার্টি (এরশাদ) নারায়ণগঞ্জের ৫টি আসনসহ দেশের ২৯৯টি আসনে প্রার্থী ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন, জয়নাল আবেদীন চৌধুরী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে হান্নান মোল্লা, নারায়ণগঞ্জ-৩ (সানারগাঁও) আসনে দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ (ফতুলস্না-সিদ্ধিরগঞ্জ) আসনে সালাউদ্দিন খোকা মোল্লা ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর উপজেলা) আসনের বর্তমান এমপি নাসিম ওসমান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা হিসেবে পরিচিত অনন্যা হোসেন মৌসুমী ছিটকে পড়েছেন।

অন্যদিকে আওয়ামীলীগ দেশের ৩শ আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গাজী গোলাম দসত্মগীর, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বর্তমানে উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ।

এর আগে প্রাথমিক খসড়া তালিকাতে নারায়ণগঞ্জ-৫ ছাড়া বাকী ৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যেও রদবদল হয়েছে। নারায়ণগঞ্জ-১, ২ আসনের বর্তমান এমপিরা মনোনয়ন পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আবদুলস্নাহ আল কায়সার ছিটকে পড়েছেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন এমপি আবদুলস্নাহ আল কায়সারের চাচা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন। নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি সারাহ বেগম কবরী মনোনয়ন পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি শামীম ওসমান। আর মহাজোট না থাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক এমপি মেজর জেনারেল(অবঃ) কেএম সফিউলস্নাহ (বীর উত্তম), রূপগঞ্জের বর্তমান সংসদ সদস্য গাজী গোলাম দসত্মগীর (বীর প্রতিক), জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই ভূইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোলস্না, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোশারফ হোসেন বাবু, যুবলীগের সহ সম্পাদক শাহিন মালুম ও তারাব পৌর আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন, বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন বর্তমান এমপি আব্দুলস্নাহ আল কায়সার হাসনাত, সাবেক এমপি আবু নূর মুহাম্মদ বাহাউল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম, এমপি কায়সারের বড় চাচা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, ছোট চাচা আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি মো: মনির হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন শামীম ওসমান, সারাহ বেগম কবরী, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিকের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, আদমজী জুট মিলের প্রয়াত শ্রমিক নেতা রেহান উদ্দিনের স্ত্রী জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রিয় কমিটির মহিলা সম্পাদিকা সুফিয়া খাতুন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান গত বছর মনোনয়ন পেয়েছিলেন মহাজোট থেকে। তবে আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রাহ করেছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, মদনপুর ইউপির চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এমএ সালাম।

এম আর কামাল/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here