গোপালগঞ্জে
বিশেষ প্রতিনিধি :: “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবনভর” এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ-১৭ উপলক্ষ্যে গোপালগঞ্জে মহিলা ও শিশু বিয়ষক মন্ত্রণালয় এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির যৌথ আয়োজনে ৯ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারিক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত পল্লী সমাজের সদস্য, মহিলা বিয়ষক অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির সদস্য, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।

আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এবং সর্ব ক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে সকল স্তরের সহযোগিতা কামনা করেন।

জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ, ইউনিয়ন সমাজ মিটিংসহ প্রতিটি ফোরামে বিশেষ আলোচনা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here