নাইজেরিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি জাতিগোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন লোক নিহত হয়েছে৻

গোষ্ঠি দুটির মধ্যে অনেক দিন ধরে চলা দ্বন্দ্ব শনিবার সংঘর্ষে রূপ নেয়৻

এরই পরিণতিতে প্রাণহানি ঘটে৻

এক সরকারি মুখপাত্র বলেছেন জমি নিয়ে এজ্জা এবং এজিলো গোষ্ঠি দুটোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল৻

ঐ এলাকায় বেশীরভাগ লোক নিজেদের প্রয়োজন মেটাবার জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল৻

গোষ্ঠি দুটির মধ্যে সংঘর্ষ ঘটে এবোনি অঙ্গরাজ্যে৻ খবর : বিবিসি

বাড়তি সমস্যা

মুখপাত্রটি বলেন নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বড়দিন যেসব বোমা হামলা হয়েছে এই সংঘর্ষের সাথে তার যোগাযোগ নেই৻

তবে ল্যাগস থেকে বিবিসির সংবাদদাতা টমি ওলাদিপো জানাচ্ছেন এবোনিতে সংঘর্ষ প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের সমস্যা বাড়িয়ে দেবে৻

জঙ্গীবাদি বোকো হারাম গোষ্ঠি বড়দিনের হামলার দায়িত্ব স্বীকার করেছে৻

বড়দিনের ব্যাপক বোমা হামলার ফলে মি: জোনাথান নাইজেরিয়ার কোন কোন অঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করেছেন৻

প্রতিবেশী কয়েকটি দেশের সাথে নাইজেরিয়ার সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে৻

টমি ওলাদিপো জানাচ্ছেন সহিংসতা মোকাবেলা করার জন্য প্রেসিডেন্ট জোনাথান চাপের মুখে ছিলেন৻

বোকো হারাম গোষ্ঠি নাইজেরিয়ায় শরিয়া আইন চালু করতে চায়৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here