গাজী হানিফ মাহমুদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সুবিধা বঞ্চিত শিশুদের সাংস্কৃতিক চর্চাকেন্দ্র বাঁধনহারা থিয়েটার স্কুলের ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী সড়কে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রশাসক মো: ওবায়দুল আজম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রডিক্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এই থিয়েটার স্কুলে জেলার সুবিধা বঞ্চিত শিশুরা পড়ালেখার পাশাপাশি বিনামূল্যে নাচ, গান, নাটক, কোরিও গ্রাফিসহ সাংস্কৃতিক চর্চা করে নিজেকে গড়ে তুলতে পারবে।

২০১২ সালে বাঁধনহারা সংগঠনটি গড়ে তোলেন জেলা প্রশাসক মো: ওবায়দুল আজম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here