বুধবার প্রাথমিক শিক্ষা সমাপনী(পি,এস,সি) পরীক্ষার প্রথম দিনে সুন্দর ও সুষ্টভাবে পরীক্ষা অনুষ্টিত হয়েছে। প্রথম দিনে গণিত পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার সবকটি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে মোট ৭ হাজার ৭জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ছাত্র ২৯৭ জন এবং ছাত্রী ৩৪১ জন। এ ছাড়া ইবতেদায়ী মাদ্রাসার ৩৬ জন ছাত্র এবং ৪২ জন ছাত্রীসহ মোট ৭৮জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয় এবং হিরামিয়া উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আলতাফ হোসেন,উপজেরা মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক,জে,কে,উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান খানঁ দিলু, পাইমারী স্কুলে প্রধান শিক্ষক অলী আমজদ মিলন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ রেনু,মোঃ সাইফুর রহমান চৌধুরী মালিক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল সাংবাদিক মোঃ আলমগীর মিয়া প্রমূখ। এছাড়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বাগাউড়া উচ্চ বিদ্যালয় এবং এস এনপি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এ সময় সুন্দর ও সুষ্টভাবে পরীক্ষা অনুষ্টিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান।নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আরিছ মিয়া এ প্রতিনিধিকে জানান,নবীগঞ্জ উপজেলার সবকটি বিদ্যালয় মিলে ১৫টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় মোট ৭১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও পরীক্ষা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। এ বছর হবিগঞ্জ জেলার মধ্যে নবীগঞ্জ উপজেলায় সর্বাধিক পরীক্ষর্থী প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মিয়া/নবীগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here