দ্বিতীয় মামলায় ভূমিমন্ত্রীর পুত্র তমাল শরীফের জামিন নামঞ্জুরকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি:: হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দ্বিতীয় মামলাতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মন্ত্রী পুত্র তমাল শরীফের উপস্থিত জামিন প্রার্থণা করেন তার আইনজীবি। শুনানী শেষে বিচারক রেজাউল করিম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শাহীন মিয়া জানান, গত ১৯ মে বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী পৌর সদরের কলেজ রোড মহল্লার আজমল হক বিশ্বাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। এর আগে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস বাদি হয়ে দায়ের করা একটি মামলায় গতকাল রবিবার মন্ত্রীপুত্র সহ ১১ জনের জামিন নামঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত: গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মুখে কালো কাপড় বেঁধে ভূমিমন্ত্রী পুত্র উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। মামলার পর শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তমালসহ ১১ জনকে গ্রেফতার করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here