ঢাকা: প্রায় দেড়মাস পর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আগমন ঘটেছে।

গত বছরের ৩০ নভেম্বর মধ্যরাতে কার্যালয়ের তালা ভেঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের পর থেকেই কার্যালয়টি অবরুদ্ধ হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার অজুহাতে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশে বাধা দেয়। ফলে পুলিশি বাধা আর গ্রেফতার আতংকে সেখানে কেউ যেতে পারেনি।

তবে টানা দেড় মাস পর আজ বৃহস্পতিবার আবারো নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বিএনপি কার্যালয়। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দলের তিন দফতর সম্পাদক যথাক্রমে আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন দলীয় কার্যালয়ে আসেন। এর পরই বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সেখানে প্রবেশ করেন।

ঢাকা: প্রায় দেড়মাস পর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আগমন ঘটেছে।

গত বছরের ৩০ নভেম্বর মধ্যরাতে কার্যালয়ের তালা ভেঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের পর থেকেই কার্যালয়টি অবরুদ্ধ হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার অজুহাতে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশে বাধা দেয়। ফলে পুলিশি বাধা আর গ্রেফতার আতংকে সেখানে কেউ যেতে পারেনি।

তবে টানা দেড় মাস পর আজ বৃহস্পতিবার আবারো নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বিএনপি কার্যালয়। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দলের তিন দফতর সম্পাদক যথাক্রমে আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন দলীয় কার্যালয়ে আসেন। এর পরই বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সেখানে প্রবেশ করেন। – See more at: http://www.sheershanews.com/2014/01/16/22128#sthash.elaiCpCS.dpuf

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here