ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং তিন দিনের সফর শেষে শনিবার দিবাগত রাত ১টায় ঢাকা পৌছেছেন। প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে তিনি গতকাল মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকে ফাতিহা পাঠ করেন।

শুক্রবার ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী মদিনায় যান। সেখানে রাতে মসজিদে নববিতে এশার নামাজ আদায় করেন। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করেন। তিনি মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট গতকাল ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এ সময়ে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রসঙ্গত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার ছোট বোন শেখ রেহানাসহ ৫৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব যান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here