প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ থেকে আমাদের একটাই প্রতিজ্ঞা সেটা হলো দেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার জন্য যা করার দরকার তাই করা হবে।’

pmসোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মনবিনিময়ে বক্তব্য রাখার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘হতদরিদ্র মানুষের জন্য আমরা আশ্রায়ণ, গৃহায়ন বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের মাধ্যমে আমরা জনগণকে দরিদ্রসীমা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো।’

সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের ধনবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারি কোনো অনুদান ছাড়াই এলাকার স্কুল-কলেজগুলোর সংস্কার করা যায়। আমরা নিজেদের উদ্যোগেই স্কুল-কলেজগুলোর সংস্থার করতে পারি। সরকারের তরফে আমরা তো শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here