স্টাফ রিপর্টার। ইউনাইটেড নিউজ ২৪.কম

ঢাকা: দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে চার জন বিচারককে বরখাস্তের অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট।

high-courtএরা হলেন- কুমিল্লার সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এস.এম আমিনুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা জজ মো. রুহুল আমিন খোন্দকার, জামালপুরের সাবেক অতিরিক্ত জেলা জজ মো. সিরাজুল ইসলাম ও খুলনার সাবেক অতিরিক্ত জেলা জজ মঈনুল হক। বর্তমানে এরা সকলেই আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

জানা গেছে, বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়। এখন আইন মন্ত্রণালয় বরখাস্তের সরকারি আদেশ জারি করবে।

সূত্র জানিয়েছে, বিচারক হিসেবে কর্মরত থাকাকালে ঐ চার বিচারক বিভিন্ন সময়ে অজামিনযোগ্য মামলায় জামিন, আদালতে কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুর্নীতি ও অসদাচরণের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here