দিনাজপুর: দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে মেহেদি হাসান পলাশ (১৬), আবিব বিন তূর্য (১৪) ও মাসুদ আব্দুল্লাহ (১৭) নামে তিন ছাত্রের মৃত্যু হয়েছে।

210শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মেহেদি হাসান পলাশ শহরের বালুয়াডাঙ্গা এলাকার মো. হাসানুল হক চৌধুরীর ছেলে ও দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র, আবিব বিন তূর্য একই এলাকার মো. তোজাম্মেল হকের ছেলে ও দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং মাসুদ আব্দুল্লাহ শহরের পাহাড়পুর এলাকার বাসিন্দা এবং দিনাজপুর সিটি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় বাসিন্দা মো. পলাশ জানান, এই তিন জন ছাত্র শনিবার দুপুর ১টার দিকে দিনাজপুর শহরের কোলঘেঁষা বিরল নিউ ডিগ্রি কলেজের সামনে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এ সময় তাদের পানিতে তলিয়ে যেতে দেখে বিরল নিউ ডিগ্রি কলেজের শিক্ষকদের সংবাদ দেই। পরে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসতে দেরি করায় স্থানীয়রা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম নদীতে ডুবে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here