https://youtu.be/c58E84TeWNAস্টাফ রিপোর্টার :: জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঘুম’। গানটি গত ৩০ এপ্রিল রাতে সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
গত তিনদিনে ইউটিউবে গানটির দর্শক ৭ লাখ পার হয়েছে। সুহৃদ সুফিয়ানের লেখা গানটির সুর-সঙ্গীতের আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজে।
কক্সবাজারের মনোরম পরিবেশে তানিম রহমান অংশু’র বানানো ভিডিওটিতে হাবিবের সাথে কো-আর্টিস্ট হিসেবে আছেন অভিনেত্রী মিথিলা। সিনেমার গানের মতো করে বানানো মিউজিক ভিডিওটি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অল্প সময়ে সাড়া জাগানো এ গানটির বিষয়ে জানতে চাইলে হাবিব ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে ‘ঘুম’ গানটি আমার জন্যে দারুণ এক্সপেরিয়েন্স। লিরিকটা চোখে পড়ার পর চট করে সুর আর মিউজিকটা মাথায় খেলে যায়। তারপর এক এক করে বাকিসব আইডিয়া জোড়া লাগে। এরমধ্যে মিথিলাকে কাস্ট করার বিষয়টাও ছিল। মনে হচ্ছিলো এই গানটির জন্যে সে-ই পারফেক্ট। খুব সহজেই গানটির অনুভূতি ধরতে পারায় তানিম রহমান অংশু ভিডিওটি বানিয়েছেনও চমৎকার। সুফিয়ানের অদ্ভুত সুন্দর লিরিক থেকেই ‘ঘুম’র আয়োজন, ও প্রতিভাবান গীতিকার। ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো তার ভাণ্ডারে অনেক কিছু রয়েছে তার।’
মিউজিক ভিডিওটি নিয়ে মিথিলা জানান, ‘হাবিবের গান মানেই তো বিশেষ কিছু। আর অংশু’র নির্দেশনা গুনও প্রশংসনীয়। হাবিব আর আমি চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে ‘ঘুম’-কে আরও প্রাণবন্ত করতে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here