থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ওই দুই ব্যক্তি সাঈদ মোরাদি ও মোহাম্মদ হাজাই ইরানের নাগরিক বলে মনে করা হচ্ছে। ইসরাইল এ বিস্ফোরণ ঘটানোর জন্য ইরানকেই দায়ী করেছে। একটি বিস্ফোরক ছুড়ে পালানোর চেষ্টার সময় মোরাদিকে আটক করেছে পুলিশ। এ সময় নিজের ছোড়া বোমার আঘাতে তার পা মারাত্মকভাবে জখম হয়।

কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণে তার পা উড়ে যাওয়ার পর আহত অবস্থায় তাকে আটক করে পুলিশ। অন্যদিকে হাজাইকে ব্যাংকক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অপর একজনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। আরও নাশকতামূলক হামলার আশঙ্কা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিযুক্ত তিনজনই একই বাড়িতে ভাড়া থাকতো। ভারতে ও জর্জিয়ায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে যে বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে, সে একই ধরনের বোমা দিয়েই এ হামলা পরিচালিত হয়েছে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে থাইল্যান্ডে যে কোন মুহূর্তে বোমা হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here