"তুমি আছো ষড়ঋতুর রঙে" -তাহমিনা শিল্পী“তুমি আছো ষড়ঋতুর রঙে”

-তাহমিনা শিল্পী

 

হয়ত জানবেনা, তবু আছো সকাল, দুপুর, সন্ধ্যা, রাতে মেঘ, ছায়া বৃষ্টি, রোদে।

গ্রীষ্মের মরুময় মাঠে, কালবোশেখীর ঝড়ে বর্ষার অঝোর বরিষনে।

শরতের কাশ আর শিউলীর সুবাসে হেমন্তের নতুন ধানের গন্ধে আবেশী মোহে।

তারপর- শীত ঝড়াবে গাছের পাতা, জীর্ণদেহে দন্ডয়মান আকুল প্রকৃতি খুঁজবে কেবল একটু উষ্ণতা।

তখনও তুমি থাকবে একেবারে আমার বুকের পিঞ্জরে ফাগুনের বাতাস স্নিগ্ধ পরশ দিয়ে কানেকানে বলে যাবে,

বসন্তসখা এসেছে আমার দুয়ারে।

হয়ত জানবে না, তবুও তোমাকে ঘিরেই হৃদয় আমার সাজবে এমনি করেই ষড়ঋতুর রঙে।

 

১১.২.১৬

লেখকের ইমেইল: tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here