অবশেষে সুপ্রীমকোর্টের আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তিন জাতীয় নেতার ছবি টাঙানো হলো। এই তিন জাতীয় নেতা হলেন- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা ভাসানী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমান গনি।

রোববার দুপুর পৌনে একটার দিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেনের নেতৃত্বে এই ছবি টাঙানো হয়। এ সময় আইনজীবী সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মাহবুব বলেন, ভবিষ্যতে সকল জাতীয় নেতার ছবি এখানে টাঙানো হবে। প্রাথমিকভাবে এই তিন নেতার ছবি টাঙানো হয়েছে।

তিনি ঢাকার বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাকে আটকের নিন্দা জানিয়ে বলেন, এই সরকার একটি স্বৈরাচারী সরকার। দেশে অরাজকতা সৃষ্টি জন্য শান্তিপূর্ণ হরতালে সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং সরকারকে এই অগণতান্ত্রিক আচরণ থেকে সরে আসার আহবান জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর আইনজীবী সমিতির এক সভায় জাতীয় নেতাদের ছবি টাঙানোর সিদ্ধান্ত নেয়া হয়। আর প্রতিবাদ জানিয়ে আসছে আওয়ামী পন্থী আইনজীবীরা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আদালত রিপোর্ট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here