তাহমিনা শিল্পীর হেমন্তের আগমনী কবিতাঃ "ভালবাসার হেমন্ত" “ভালবাসার হেমন্ত” 

তাহমিনা শিল্পী

 

এই আশাতেই বছরজুড়ে – ছিলাম বসে অপেক্ষাতে,

তুমি এলেই হিম কুঁয়াশা পেরিয়ে গিয়ে শিশির ভেজা খেসারি আর মটরশুঁটির গায়ে হাত বুলিয়ে,

সবজি ক্ষেতের মমতা জড়িয়ে নামাবো এক নরম রোদেলা ভোর।

তুমি এলেই ধুলোমাখা আলপথ ধরে, তোমার পায়ে পা মিলিয়ে, হাঁটবো দিগন্তেরই পথে।

থামবো হেথায়, যেথায় আকাশ ছু্ঁয়েছে মাটি, সাথে নিয়ে রাঙা সকাল।

সেই তোমাকেই আজ আনল ডেকে হোলদে পরী সর্ষে ফুলের সুবাস

মেখে শিউলি ফোঁটা স্নিগ্ধ বাতাস থেকে আনল ডেকে সেই তোমাকে।

সেই তুমি যে আমার ভীষন প্রিয়, ভালবাসার ঋতু হেমন্ত রে।।

 

এবার হালকা মধুর শীতের ছোঁয়ায়, শরীর উঠবে শিরশিরিয়ে।

পিদিম জ্বলা শানবাঁধানো পুকুর ঘাটে তারা ভরা জোৎস্না রাতে, মন ভাসাবে ধবল চাঁদের প্লাবন।

খেজুর রস আর পিঠেপুলির মউমউ গন্ধে আকুল, সদ্য পুষ্ট ধানের শীষ গল্প বলবে অহর্নিশ।

ধান কোটা ঢেঁকির ছন্দ মনে বাজাবে নবান্ন উৎসবের আনন্দের মাদল।

সেই তুমি যে আমার ভীষন প্রিয়, ভালবাসার ঋতু হেমন্ত রে।।

 

লেখকের ইমেইলঃ  tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here