প্রণয়ের জলবাড়িপ্রণয়ের জলবাড়ি

-তাহমিনা শিল্পী

 

আমার চিবুক ছুঁয়ে হেসে ওঠা যে নান্দনিক ব্রণ
জানালে তুমি ওটাই নাকি তোমার সর্বনাশের কারণ!

কার্তিকের খেয়ালি বাতাসে কেঁপে উঠল চোখের পাতা
মুখ তবু রাখলো গোপন বুকের গভীরে লুকানো কথা।

আমার ভিতরেও কতোটা প্রেমের মেঘ জমেছে
ঠিক বুঝে নিলে ফর্সা গালের গোলাপী লাজে।

অবশেষে আমার চুল গড়িয়ে পড়া জল বাঁধালো অনাসৃষ্টি
বললে তুমি,এসো প্রিয়া এবার তবে রচনা করি প্রণয়ের বৃষ্টি।

তোমার হাতে রাখলাম হাত,স্বর্গীয় সে পরশ বড় দামি
বৃষ্টিতে ভিজে ভিজে মেঘের ওপাড়ে সাজালাম আমাদের জলবাড়ি।

 

 

লেখকের ইমেইল: tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here