তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে সিবিআই হেফাজত থেকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।

শুক্রবার দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাপস পালের জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। এর বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।

জামিন আবেদনের শুনানি শুরু হতেই সিবিআই দাবি করে, তাপস পাল প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। তদন্ত ব্যাহত হতে পারে।

পাল্টা তাপস পালের আইনজীবী বলেন, সত্যি প্রভাবশালী হলে তাপস পাল আগেই প্রমাণ নষ্ট করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ। রাতেও শরীর খারাপ হয়েছিল। তাকে জামিন দেয়া হোক। নাহলে অন্তত হাসপাতালে পাঠানো হোক।

সিবিআইয়ের আইনজীবী পাল্টা সওয়াল করেন, মানসিকভাবে অসুস্থ হলে তাপস পাল সাংসদ হিসেবে কাজ করেন কীকরে? সাংসদের আইনজীবী বলেন, তদন্তে দেখা গিয়েছে ফিল্ম ডিভিশন নেই। ২০১০ সালে রিজাইন করেন।

সিবিআই পাল্টা যুক্তি দেখান, তারপরও রোজভ্যালির অফিসে গেছেন তাপস। ফ্যামিলির সদস্যরাও সুবিধা নিয়েছে। বেতনের বাইরে টাকা নিয়েছেন। তাকে হেফাজতে রাখা প্রয়োজন।

সূত্র: এপিবি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here