ষ্টাফ রিপোর্টার ::  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এর পাল্টা ব্যাবস্থা হিসেবে চীনও মার্কিন ৬৫৯টি পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শুল্ক বসিয়েছে।

শুল্ক বসানো এসব পণ্য দিয়ে চীন ও মাকিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। চীনের কয়েকশ রকমের পণ্যের ওপর মার্কিন সরকার নতুন করে শুল্ক আরোপ করার পর চীন এই পাল্টা ব্যস্থা নিল।

সয়াবিনের মতো তিন হাজার চারশ কোটি ডলার মূল্যের কৃষিপণ্য আমদানির ওপর শতকরা ২৫ ভাগ শুল্ক বসানো হয়েছে হয়েছে এবং আগামী ৬ জুলাই থেকে তা কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র থেকে চীন যেসব পণ্য আমদানি করে তার মধ্যে আর্থিক মূল্যে সয়াবিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত। এছাড়া, যুক্তরাষ্ট্র চীন থেকে১৬০০ কোটি ডলারের অপরিশোধিত তেল, প্রকৃতিক গ্যাস, কয়লা ও সামান্য পরিশোধিত তেল আমদানি করে। এসব পণ্যের ওপর শতকরা ২৫ শতাংশ শুল্ক বসানো হবে বলেও জানিয়েছে চীন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here