টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত সোমবার এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

মির্জা ফখরুল জানান, চিঠিতে টিপাইমুখে বাঁধ নির্মাণ করার আগে এর প্রভাবগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।

তিনি বলেন, চিঠিতে খালেদা জিয়া টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন কোটি মানুষ হুমকির মুখে পড়বে বলেও উল্লেখ করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here