বুধবার জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনও উদ্দেশ্য নিয়ে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হয়নি। জনগণের সেবা নিশ্চিত করতেই সিটি করপোরেশন ভাগ করা হয়েছে। যথেষ্ট টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম।

তিনি আরো বলেন, ‘জনসংখ্যা বাড়ছে। টঙ্গী থেকে সদরঘাট বিশাল এলাকা। একজন মেয়রের পক্ষে বিশাল এলাকা সামাল দেওয়া কঠিন। এক সময় দেশে ১৯টা জেলা ছিলো। সেটি ৬০টি করা হয়েছিলো। বিভাগ করা হয়েছে সাতটি। কেউ কি বলবে দেশকে ভেঙ্গে খানখান করা হয়েছে? জনসংখ্য বৃদ্ধি পাচ্ছে। সেবা দিতেই বিকেন্দ্রীকরণ করা। অনেকে বলছেন ঢাকা ভাগ করে ফেলা হয়েছে। এটা সঠিক নয়। রাজধানী ঢাকাতে ১৭টি ইউনিয়ন আছে। ক্যান্টনমেন্ট আছে। এগুলো ডিসিসির আওতায় না। বোর্ডের আওতায় এটি চলে। ঢাকা এমনিতেই বিভক্ত আছে।’

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here