ঝর্না চৌধুরীর দুইটি কবিতাশূন্যতার ঝুলি

ঝর্না চৌধুরী

ভুল জেনেও আমরা ভ্রান্তির নেশায় পথ চলি-

ফুল পাবার লোভে দ্রুত তিমির ঘরের দ্বার খুলি।

লালসার ঘোরে হারিয়ে গিয়ে ভালো-মন্দের দিক ভুলি,

আলেয়ার আলো দেখে বিজয়ের হুংকার তুলি।

মহানন্দে উড়াই নিশ্চিন্তে ভুল পথের ধুলো-বালি,

জাগ্রত বিবেকের ঝড় এসে যখন শোনায় অপ্রাপ্তির বুলি-

জীবনের শেষ প্রান্তে এসে তখন ব্যর্থতার হাহাকারে জ্বলি।

শুধরাবার সময় থাকে না বলে হাতে নেই শূন্যতার ঝুলি,

প্রচেষ্টার জোর কখনো এনে দেয় সঠিক পথের ফুল-কলি-

অধ্যবসায় হাত বাড়িয়ে পূর্ণ করে জীবনের অলি-গলি।

 

স্বপ্নডানা….

ঝর্না চৌধুরী

স্বপ্নে ভরা জীবন থাকে কতো হাসি-খুশি….

কল্পনার ডানায় ভর করতে মন যে চায় বেশি।

পাখির মতো উড়ে গিয়ে বসে সবুজ পাতার ডালে,

স্বাধীনতার মুক্ত হাওয়ায় মন খুশিতে দোলে!

পত্রবিহীন বৃক্ষ দেখে কষ্টে ভরে বুক,

ঝরাপাতার কান্না শুনে হারিয়ে ফেলে সুখ!

দুখের আগুনে পুড়ে স্বপন বাষ্প হয়ে যায়,

মেঘমালা হাত বাড়িয়ে তাকে পাশে বসায়।

নীলাকাশের নীল দেখে মন ছুঁয়ে দিতে চায়,

নীল যে তাকে দেয়না ধরা শুধু শূন্যতাকে পায়।

তারাভরা আকাশ থাকে তবু সাথী হয়না কেউ,

শূন্যতার মাঝে সঙ্গী হয় একাকীত্বের ঢেউ।

মন পারেনা যখন কেবল স্বপ্নডানায় উড়ে-

জীবনের সাথে কোনো বন্ধনে জড়াতে,

অপ্রাপ্তি এসে হানা দেয় তখন পরাজয়ে হারাতে!

ব্যর্থতায় ক্লান্ত মন আবারো প্রাপ্তির স্বপ্ন দেখে যায়,

কর্মের জোরে বাস্তবে জীবন সফলতা খুঁজে পায়।

হতাশ হয়ে স্বপ্নহীনতায় করোনা সময় পার,

অধ্যবসায়ের বলে কাছে নাও স্বপ্নকে কঠিন বাস্তবতার।

 

০১.৩.২০১৬

লেখকের ইমেইল: jharnachowdhury45@yahoo.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here