ঝর্না চৌধুরী'র কবিতা- স্বপ্ন....স্বপ্ন….

-ঝর্না চৌধুরী

এক জীবনে কতো স্বপ্ন দেখি দিবা-নিশি….

কতো স্বপ্নকে গ্রাস করে বাস্তব সর্বনাশী।

হাজারো রঙ-বেরঙের স্বপ্নের ভিড়ে,

কিছু স্বপ্নকে খুঁজে পাই বাস্তবের নীড়ে-

কিছু স্বপ্ন সুপ্ত থাকে হৃদয়ের তীরে।

বাস্তবতার ঝড়ো হাওয়ায় যায় উড়ে,

কতো স্বপ্ন জীবন থেকে চিরতরে।

তবুও আমরা স্বপ্ন দেখি নানা রঙে মুড়ে,

পাই বা না পাই সাজিয়ে রাখি আশার বাসরে।

স্বপ্ন ছাড়া জীবন মৃত থাকে অন্ধকারে,

অপ্রাপ্তির স্বপ্ন মনকে রাখে হতাশার ঘোরে-

প্রাপ্তির স্বপ্ন জীবনকে রাঙায় ব্যস্ততায়-অবসরে।

 

 

১৩.২.২০১৬

লেখকের ইমেইল: jharnachowdhury45@yahoo.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here