ঝর্না চৌধুরী দীক্ষা নাও মানবতার….

-ঝর্না চৌধুরী

ভালোবাসার অচেনা পাখিটা গুনগুনিয়ে উড়ে-

অবাক হয়ে দেখি আমি বার বার তারে।

বিশ্বাসের ছোঁয়া পেলে কাছে এসে মন ভরে,

অবিশ্বাস হানা দিলে চলে যায় বহুদূরে।

শ্রদ্ধা নিয়ে কাছে গেলে অনুভব দেয় উপহার,

অনুভূতির মালা পরায় আনন্দে স্বপ্ন দেখার।

শ্রমের শক্তি হয়ে তাগাদা দেয় স্বপ্নকে বাস্তব করার,

চেষ্টার বল হয়ে চিরদিন থাকবে পাশে করে অঙ্গীকার।

একবার হেরে গেলে সাহস যোগায় বার বার চেষ্টা করার,

অনুপ্রাণিত করে সে, সময়ের সাথে তাল মিলিয়ে চলার।

মিষ্টিসুরে বলে, ভালো কাজ করো সময় নষ্ট করোনা আর,

দোহাই দিয়ে বলে, মানুষকে ভালোবাসো দীক্ষা নাও মানবতার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here