শনিবার সকাল ১০ টায় জয়পুরহাটে ট্রেনে আমেনা খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আমেনা খাতুন জয়পুরহাট সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী  ও জয়পুরহাট সরকারী কলেজ সুত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে আমেনা খাতুন মোবাইল ফোনে কথা বলতে বলতে জয়পুরহাট রেল ষ্টেশনের মাত্র ২ শত গজ দক্ষিনে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র আনত্মঃনগর ট্রেনটি জয়পুরহাট রেল ষ্টেশন থেকে ছেড়ে যায়। ষ্টেশনের মাত্র ২ শত গজ দক্ষিনে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে থাকা আমেনা খাতুনকে ধাক্কা দিলে সে মারাত্নক আহত হয়। মারাত্নক আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত আমেনা খাতুনের বাড়ী নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা গ্রামে। সে জয়পুরহাট শহরের একটি মেসে থেকে লেখাপড়া করছিল বলে জানা গেছে। মোবাইলে কথা বলায় অন্য মনস্ক বা বে-খেয়ালী অবস্থার কারনেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হলেও এ ব্যাপারে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারন জয়পুরহাট রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গতিবেগ মাত্র ২ শত গজের ব্যবধানে অত্যনত্ম সেস্না থাকার কথা। আর এই সেস্না গতি বেগে কেউ সামান্য বে-খেয়ালী থাকায় কেটে যাবার ঘটনাটি রহস্যজনক। সহপাঠিদের ধারনা, হয়তোবা কারো কাছে কোন প্রকার প্রতারিত হয়ে ইচ্ছে করেই সে আত্নহত্যা করেছে। এ ঘটনায় জয়পুরহাট সরকারী কলেজে শনিবার সকল ক্লাশ বন্ধ ঘোষনা করা হয়েছে এবং শোকের ছায়া নেমে এসছে।

ইউনাইটেড নিউজ/এস এম শফিকুল ইসলাম/জয়পুরহাট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here