কলকাতা : বিতর্ক কাটিয়ে অবশেষে প্যারোলে একমাসের জন্য মুক্তি পেলেন অভিনেতা সঞ্জয় দত্ত।শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পান। জেল থেকে বেরিয়েই সোজা বাড়িতে চলে যান সঞ্জয়।

স্ত্রী মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকদিন আগেই প্যারোলের আবেদন জানান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।সপ্তাহ দুই আগে তাঁর প্যারোলের অনুমোদন মঞ্জুর হলেও, দুইটি পার্টিতে স্ত্রী মান্যতার উপস্থিতি নিয়ে সেসময় বিতর্ক তৈরি হয়েছিল। এ নিয়ে একটি রাজনৈতিক দলের বিক্ষোভের মুখে পড়ে শেষে পিছু হটেছিল সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপর তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল। পরে মান্যতার ব্যক্তিগত চিকিৎসক জানানা মান্যতা গুরুতর অসুস্থ। তার পরই সঞ্জয় দত্তের প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়। ইয়েরওয়াড়া জেলের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মীরান বোরভনকর জানিয়েছেন, একমাসের জন্য সঞ্জয় দত্তকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সময় নিজের কাছে বেআইনি অস্ত্র রাখার অপরাধে তাঁর পাঁচ বছরের জেল হয়েছে। তবে ইতিমধ্যেই প্যারোলে তিন বার মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here