‘সয়াল্যান্ড’ লক্ষ্মীপুর জেলাজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: দেশের প্রায় ৭৫ ভাগ সয়াবিন লক্ষ্মীপুরে উৎপাদন হওয়ায় জেলা ব্র্যান্ডিংয়ের তালিকায় সয়াবিন স্থান পায়। যে কারণে লক্ষ্মীপুরকে ‘সয়াল্যান্ড’ হিসেবে ব্রান্ডিং করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা অথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

লক্ষ্মীপুরে জেলা ব্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগীতা এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার ‘উদ্ভাবকের খোঁজে’ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম। জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালয় ও স্বাগত বক্ত্যবের মধ্যে দিয়ে প্রেস ব্রিফিং শুরু হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ শফি উদ্দিন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here