ঢাকা: হরতালের কারণে দুদিন পিছিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেএসসির ইংরেজি ১ম পত্র এবং জেডিসির আরবি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যদিও পরীক্ষা পূর্ব ঘোষিত সময়ানুসারে গত ৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দেলীয় জোটের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে হরতাল ডাকে পরীক্ষা পেছায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শন করবেন।

৪ নভেম্বর জেএসসির বাংলা প্রথম পত্র এবং ৬ নভম্বের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসির ৪ নভম্বের কুরআন মাজীদ ও তাজবদি এবং ৬ নভেম্বর আররি প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

৪ নভম্বেররে পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টায় এবং ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here