জুলিয়া সুকায়না পাইকগাছার প্রথম নারী ইউএনও মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করছেন জুলিয়া সুকায়না। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ছিলেন।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর কুষ্টিয়া সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। গত সেপ্টেম্বর মাসে ডিজিটালাইজেশনে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পুরস্কার পেয়েছেন। নারী শিক্ষা ও ভিক্ষুক পূণবাসন সহ সরকার গৃহিত বিভিন্ন কর্মকান্ড কুষ্ঠিয়া সদরের ইউএনও হিসেবে দক্ষতার সাথে পালন করেন। অত্র উপজেলায় জুবায়ের হোসেন চৌধুরী যোগদান করলে তাকে দায়িত্ব বুঝে দিয়ে আগামী দু’একদিনের মধ্যেই নবাগত ইউএনও হিসাবে পাইকগাছা উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন ইউএনও জুলিয়া সুকায়না।

উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ নভেম্বর থেকে এ পর্যন্ত অত্র উপজেলায় ২৭ জন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে জুলিয়া সুকায়না হবে প্রথম কোনো নারী উপজেলা নির্বাহী অফিসার। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বিদায়ী ইউএনও ফকরুল হাসান। বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়াল।

এদিকে প্রথম কোনো নারী ইউএনও অত্র উপজেলায় যোগদান করছেন এমন খবরে এলাকায় সব শ্রেণির মানুষের মধ্যে একধরণের ইতিবাচক প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে। পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি বলেন, দেশের সবক্ষেত্রে নারী নেতৃত্বের বিকাশ ঘটছে। এ ক্ষেত্রে আমাদের উপজেলায় প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হিসাবে একজন নারী ইউএনও যোগদান করবেন এটা অনেক আনন্দের বিষয়।

নবাগত ইউএনও জুলিয়া সুকায়না জানান, কুষ্টিয়া সদর উপজেলার দায়িত্ব এখনো বুঝে দিতে পারিনি। আশা করছি এখান থেকে রিলিজ নিতে পারলে আগামী দু’একদিনের মধ্যে পাইকগাছায় যোগদান করতে পারবো। অত্র উপজেলায় প্রথম কোনো নারী ইউএনও হিসাবে যোগদান করবেন এ জন্য তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here