ঢাকা: জিম্বাবুয়ের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চিপিং শহরে বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।
ট্রাকে করে লাশ নিয়ে যাবার সময় এই দুর্ঘটনায় পড়েন মৃতের স্বজনরা।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, এক মৃত ব্যাক্তির কফিন ও তার শোকার্ত স্বজনদের বহনকারী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ইথানল বোঝাই অন্য এক ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে জ্বালানি বহনকারী ট্রাকের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়। ট্রাকটিতে সবমিলিয়ে ৩০ জন যাত্রী ছিল।নিহতদের অধিকাংশই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অনেকের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছিল না। ধ্বংসস্তূপ থেকে এখনো সবকটি লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, দুর্বল সড়ক যোগাযোগ এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here