জয়পুরহাট : জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার দেশব্যাপি জামায়াতে ইসলামীর ডাকা  সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হালট্রি গ্রামে জামায়াত-শিবিরের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ আসমা খাতুন (৪৭) মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে জয়পুরহাটে রোববারের ওই সংঘর্ষে মৃতের সংখ্যা -৫ এ দাঁড়ালো।নিহত আসমা খাতুন হালট্রি গ্রামের আবু সালেকের স্ত্রী। তাকে নিজ দলীয় মহিলা কর্মী দাবি করেছে- জয়পুরহাট  জেলা জামায়াত ।

উল্লেখ্য, রোববারের ওই সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিকালে জয়পুরহাট সদর উপজেলার হালট্রি গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওই দিন ৩জন নিহত অনত্মত: ১০জন আহত  হয়েছিল।

এদের মধ্যে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান সোমবার ও আসমা খাতুন মঙ্গলবার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।  অপর দিকে বুধবার ১৮দলের ডাকা টানা ৭২ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।

– এসএস মিঠু/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here