ঢাকা : এই মুহূর্তে নায়িকা রয়েছেন বহু মানুষের নিন্দার মধ্যে। মৈনাক ভৌমিকের ‘টেক ওয়ান’ ছবির ফ্রন্টাল ন্যুডিটির জন্যই স্বস্তিকা মুখোপাধ্যায় শিকার হয়েছেন মানুষের উষ্মার। কিন্তু সেটাই কি একমাত্র কারণ?

না কি স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে উড়ো কথার মধ্যে রয়েছে সামাজিক কোনও ষড়যন্ত্র? পিতৃতান্ত্রিক সমাজ থেকে চুমু আর নগ্নতা পার হয়ে বন্ধ মনের দরজা স্বস্তিকা খুলে দিলেন কেবলমাত্র ‘আমার আনন্দবাজার’-এর কাছে।

প্রশ্ন : প্রচুর গালাগালি খাচ্ছেন তো? ফেসবুক আর ট্যুইটার তো ভেসে যাচ্ছে…

স্বস্তিকা : ‘টেক ওয়ান’-এর ট্রেলারে আমজনতা যেমন এমএমএস স্ক্যান্ডল ফাঁস যাওয়ার পরে নায়িকাকে গালাগালি দিচ্ছে, ঠিক সেই এক গালাগালি বাস্তবে আমাকেও খেতে হচ্ছে। বেশ মজা লাগছে দেখে যে পরিস্থিতি যাই হোক লোকে একই ভাষা ব্যবহার করে। এখানে যদিও এমএমএস স্ক্যান্ডাল নেই, কেবল শহরের এক দৈনিক পত্রিকায় একটা ছবি বেরিয়েছিল, তাও সেটা আবছা। তাতেই এই হাল।

প্রশ্ন : কেমন গালাগালি দিচ্ছে লোকে?

স্বস্তিকা : একজন লিখেছে আপনার বাবা এত ভদ্র, মেয়ে, ছোট ওদের জন্য কষ্ট হয়। কেউ লিখছে আপনি বাংলার সানি লিওন। কেউ ভাবছে আমার বাবা, মা আত্মহত্যা করবে। কেউ কেউ বলেছেন আপনি তো মহামায়া, আপনার ঋ হওয়ার কি দরকার ছিল? তো আমি ট্যুইট করে বলেওছিলাম আমার মেয়ে সব জানে, ও তো ছবিতেও অভিনয় করছে। যাঁরা এই ধরনের কমেন্ট লিখছেন, তাঁদের ও প্রপারলি বিহেভ করতে বলছে। সেটা শোনার পর লোকে বলতে শুরু করল, আমি আমার মেয়ের মুখে কথা বসিয়ে দিচ্ছি। লোকে আমায় কালীঘাটের মেয়ে বলে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। মেয়েরা তো পার্টি করলে, মদ খেলেই বেশ্যা। এই রিঅ্যাকশনগুলো নিয়েই আমাদের ছবি ‘টেক ওয়ান’।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here