আর ছেঁড়া-ফাটা, ফেডেড জিন্সতো এখনকার তরুণদের কাছে দারুণ ট্রেন্ডি, হাল আমলের ফ্যাশন। তবে এ ট্রেন্ডেই আপত্তি ভারতের মুম্বাইয়ে সেইন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের। ছেঁড়া কিংবা ফেডেড জিন্স পরে কলেজ ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করেছে তারা।

জেভিয়ার্স কর্তৃপক্ষের দাবি, এ ধরনের স্টাইল ও পোশাক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, দরিদ্রদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। তাই এখন থেকে কলেজ ক্যাম্পাসে এ ধরনের পোশাক পরে আসা যাবে না।

অধ্যক্ষ অ্যাঞ্জেলো মেনেজিস বলেন, ‘কয়েকজন শিক্ষার্থীকে ছেঁড়া জিন্স পরে কলেজ ক্যাম্পাসে দেখার পরে তাদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। আমাদের কলেজে আগে থেকেই আয়তনে ছোট ও হাতকাটা পোশাক নিষিদ্ধ ছিল। এবার এ তালিকায় ছেঁড়া জিন্স যুক্ত করা হয়েছে।’

তবে কলেজ কর্তৃপক্ষের এমন যুক্তি মানতে নারাজ শিক্ষার্থীরা। তাদের কাছে এমন সিদ্ধান্ত ব্যক্তিগত পছন্দ-অপছন্দে হস্তক্ষেপের শামিল। কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থী বলেন, ‘অশালীন পোশাক নিষিদ্ধ করার যুক্তি আমি মানতে পারি, কিন্তু এ ধরনের পোশাক নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। এটা শিক্ষার্থীদের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা।’

তবে শিক্ষার্থীদের এমন মনোভাবের সাথে একমত নন অধ্যক্ষ। তার মতে, ‘এ ধরনের পোশাক সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মানুষদের প্রতি বিদ্রুপ করে। বিশেষত যাদের কাছে ছেঁড়া পোশাক পরা ছাড়া কোনো উপায় নেই।’ সহসা এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান। টাইমস অব ইন্ডিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here