ছায়ানটে কামাল আহমেদ ও আফসানা রুনার সঙ্গীত সন্ধ্যা শুক্রবার

স্টাফ রিপোর্টার :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক গান নিয়ে “রাগে যুগলবন্ধি” শিরোনামে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী কামাল আহমেদ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আফসানা রুনা।

সঙ্গীত শিল্পী কামাল আহমেদ বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক পদে কর্মরত রয়েছেন। সরকারী চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। তার রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি এবং স্বীকৃতি। কামাল আহমেদের এ পর্যন্ত শিল্পীর ১৫ টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।

শিল্পী আফসানা রুনা ছায়ানট ও নজরুল ইনস্টিটিউটের সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সারাদেশে সংগীতের প্রশিক্ষক হিসেবেও তার প্রতিভাকে বিস্তৃত করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চেও রয়েছে তার সরব উপস্থিতি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here