ছাত্রলীগের ১৯ দফা বাস্তবায়নে ঢাবির কবি জসীম উদ্দীন হলে মতবিনিময়ষ্টাফ রিপোর্টার :: ছাত্রলীগের ১৯ দফার প্রথম দফা খাবারের মান ভালো করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও  সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি।হলে থাকার সুস্থ ও সুন্দর পরিবেশ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। ছাত্ররা যাতে কোনো সমস্যায় না পড়েন সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।

কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here