চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে মোবাইলফোনে চাঁদা চাচ্ছে। চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠলেও তাদের ভয়ে কেউ মুখ খুলছে না। পুলিশ এসব চাঁদাবাজ ধরতে মাঠে নেমেছে বলে একাধিকসূত্র দাবি করেছে।
জানা গেছে, সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলাসহ জেলার বিভিন্ন প্রান্তে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইলফোনে ১০-১৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। চুয়াডাঙ্গা শহরের কয়েকজনের কাছেও চাঁদা দাবি করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কেউ সরাসরি মুখ খুলছেন না। আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের আমিনুল ইসলামের কাছে ৯ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। কয়েকদিন ধরেই তার মোবাইলফোনে চাঁদা চেয়ে হুমকিধামকি দেয়া হচ্ছে। চাঁদা না দিলে বাড়িতে বোমা মেরে সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here