ডেস্ক : চীনের কুনসানের জিংয়াসু শহরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জন।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব চীনের জিংয়াসু শহরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কুনসানের জিয়াংজু রং মেটাল নামে গাড়ির চাকা রং করার কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬৫ জন শ্রমিক নিহত হন। আহত হয়েছেন শতাধিক।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের ( সিসিটিভি) এক খবরে বলা হয়েছে, ওই কারখানায় গাড়ির যন্ত্রাংশ তৈরি এবং চাকা রং করা হতো। কারখানায় মোট ৪৫০ জন শ্রমিক কাজ করতেন।

তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কারখানায় বিস্ফোরণের সময় দুই শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন।

বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সূত্র : বিবিসি/চায়না ডেইলি ডট কম

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here