1456371125_54787_1হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি সিএনজি অটোরিকশাচালক বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সাহেদ আলী নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চুনারুঘাটের দেওরগাছ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে বাচ্চু ও সাহেদ আলীসহ তাদের সহযোগিরা চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাচ্ছে বলে খবর পান তারা। আর এরই প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় উপস্থিতি টের পেয়ে বাচ্চু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন।

এসময় র‌্যাব পাল্টা গুলি চালালে বাচ্চু মিয়া গুলিবিদ্ধ হন। আহত বাচ্চু মিয়াকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। ঘটনাস্থল থেকে সাহেদকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here