চাঁপাইনবাবগঞ্জেমোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কন্সটেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ লাখ টাকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদেরমধ্যে জালিয়াত চক্রের এক হোতাও রয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

সোমবার বেলা আড়াইটায় পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আট জনের মধ্যে ছয়জনই চাঁপাইনবাবগঞ্জের। বাকি দুজনের বাড়ি রংপুর ও শেরপুরে।

আটককৃতদের মধ্যে রয়েছেন জালিয়াত চক্রের হোতা রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহাপুরের সেতু ম-ল ও তার সহযোগি শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মোকারম হোসেন।

পুলিশ সুপার জানান, লিখিত পরীক্ষায় অধিক নম্বর পাওয়া দুই প্রার্থী মৌখিক পরীক্ষায় এসে আশানুরুপ উত্তর দিতে না পারায় তাদের সন্দেহ হয়। পরে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে জালিয়াত চক্রের সন্ধান পায় পুলিশ।

ওই চক্রটি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে মেধাবী অন্য কাউকে লিখিত পরীক্ষায় বসানোর ব্যবস্থা করে দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here