সাংবাদিকআশ্রাফ আলী :: তরুন সাংবাদিকদের কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষে চাঁদপুর সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। স্টেডিয়াম সংলগ্ন অফিস কক্ষে কর্মশালা ব্যবস্থাপক আব্দুল কাদেরের পরিছালনা ও চাঁদপুর ইয়োথ ফোরামের চেয়ারম্যান এইচ এম শাহ জালালের সভাপতিত্বে ১৬ মার্চ সকাল নয়টায় শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দিগন্ত টিভি’র সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলু ও সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন।

বাবলু বলেন, সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি, দেশীয় সংস্কৃতি, সাংবাদিক আইন, সমাজে গ্রহন যোগ্যতা ও অন্যায়ভাবে কারো স্বার্থহানি না হওয়া ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রিপোর্টে জণসংশ্লিষ্টতা ও জণগুরুত্ব অবশ্যই হওয়া চাই। সংবাদকে যথা সম্ভব অাকর্ষনীয় ও শ্রুতিমধুর করে তুলতে হবে।

কর্মশালায় অন্ন্যান্যের মধ্যে দৈনিক চাঁদপুরদিগন্তের সম্পাদক ও সদর উপজেলা বাইস চেয়ারম্যান এড. শাহজাহান, নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসেন, ইয়োথ ফোরামের বাইস চেয়ারম্যান ইমাম হোসেন, সুণিপুন শিল্পগোষ্ঠীর সাবেক পরিছালক নুরে আলম সাইফসহ চাঁদপুর প্রেসক্লাবের সদস্য, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here