রামগতিমিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪৩০ পরিবারে বিদ্যুতের আলো এসেছে দীর্ঘ যুগ পর। অন্ধকার থেকে আলোর দেখা মেলেছে চরগাজী ইউনিয়নের দক্ষিন টুমচর গ্রামের আজাদ মার্কেট এলাকার ওই পরিবারগুলো।

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় বিদ্যুতের আলোর অপেক্ষায় থাকা গ্রাহকদের ঘরে-ঘরে বিদুৎ সংযোগ চালু দেওয়া হয়েছে। তাদের ঘরে ঘরে এখন জ্বলছে বিদ্যুতের আলো।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্যাহ আল মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পল্লী বিদ্যুতের ডিজিএম আবু বকর ছিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন, ০৯নং চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) তাওহীদুল ইসলাম সুমন সহ প্রমুখ।

গ্রাহকরা বলেন, অন্ধকারে সারা জীবন কেটে গেছে। এখন অন্ধকার থেকে মুক্তি পেয়েছি; অনেক দেরিতে হলেও অনেক ভালো লাগছে। বিদ্যুৎ সংযোগ পাওয়াতে আনন্দ পাচ্ছি।

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, যুগের পর যুগ বিদ্যুৎ না পাওয়ায় ওই পরিবারগুলো চরম দুর্ভোগে ছিলো। এখন বিদ্যুতের আলোতে ওই দুর্ভোগ কেটে গেছে।

রামগতি পল্লী বিদ্যুতের ডিজিএম আবু বকর ছিদ্দিক বলেন, পল্লী বিদ্যুতের নতুন লাইন প্রায় ৭ (৬.৮৩) কিলেমিটার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। এতে ২৩টি ট্রান্সমিটারের মাধ্যমে ৪৩০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here